নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে হাফিজ মো. সাজ্জাদ হুসাইনকে সভাপতি ও মো. উমেদ আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরি ও ৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সুজানগর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব কল্যাণ পরিষদের উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন।
এতে সুজানগর ইউনিয়ন যুব কল্যাণ পরিষদের সভাপতি হাফিজ মো. সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের ইউনিয়ন শাখার উপদেষ্টা মো. আব্দুল কুদ্দুস মারজানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব কল্যাণ পরিষদের ইউনিয়ন প্রধান উপদেষ্টা মো. সরফ উদ্দিন, বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ শিমুল, সহ-সাধারণ সম্পাদক তাওহীদ সারওয়ার মান্না, অর্থ সম্পাদক হুসাইন আহমদ মোল্লা, অলিদ আহমদ ও ময়নুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু