দিরাই-শাল্লা কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে আয়োজিত উইন্টার ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্প্রতি  ২০২৫ সম্পন্ন হয়েছে। এতে ২০টি দল অংশগ্রহণ করে।


টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন রয়েল মিয়া, বিপ্লব চৌধুরী, রানার্সআপ হন মাহবুব ও হাসনাত ।



টুর্নামেন্ট শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি হুমায়ুন খান। সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. আল-আমিনের পরিচালনায় এতে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির হিরা মিয়া তালুকদার, মিজান সর্দার, সিজিল মিয়া, রবিন চৌধুরী, ডা. মাসুক আহমেদ, জাবেদ সর্দার, শাহীন মিয়া, শাহান  তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংগঠনের ক্রীড়া সম্পাদক শাহিয়ান সরদার। চ্যাম্পিয়নদের পুরস্কারটি স্পন্সর করেন।


চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় নগদ ৫'শ পাউন্ডও একটি করে ট্রফি।রানার্সআপ পুরস্কারের ৩'শ পাউন্ড স্পন্সর করেন সফিকুল ইসলাম। রানার্সআপ টিমকে ট্রফি দেয়া হয়।

 

 সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন টুর্নামেন্টটি সফল করতে  সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন। শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি দিরাই-শাল্লার প্রবাসী কমিউনিটির ঐক্য ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৬