সিলেট জেলায় সংঘটিত ভয়াবহ বন্যার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এস ও এস আন্তর্জাতিক চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ এর সিলেটের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা শীর্ষক ৬ মাস ব্যাপি (১ নভেম্বর ২০২৪ইং তারিখ হতে ৩০ এপ্রিল ২০২৫ইং) একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।
এ প্রকল্প বাস্তবায়নের লক্ষে ১৫ জানুয়ারি বুধবার বেলা ১১টায় ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের এস ও এস চিলেড্রেন্স ভিলেজ সিলেট প্রাঙ্গণে স্থানীয় প্রশাসন এবং ও অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, ওসমানীনগর ও বালাগঞ্জ সিলেট, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অবহিতকরণ সভায় আমন্ত্রিত ছিলেন।
এস ও এস চিলেড্রেন্স ভিলেজ সিলেট এর সহকারী পরিচালক ও ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে এবং এস ও এস সামাজিক কেন্দ্র সিলেটের সহকারী পরিচালক ও ইনচার্জ তানবীর আহমদের পরিচালনায় অবহিতকরণ সভায় এস ও এস বাংলাদেশের ইআরপি ফোকাল পার্সন ও এসওএস চিলড্রেন্স ভিলেজ ঢাকা এর প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, এসওএস চিলড্রেন্স ভিলেজ বাংলাদেশ এর ন্যাশনাল অফিসের ফাইন্যান্স এন্ড একাউন্টসের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, গ্লোরিয়াস আর্কিটেক্টের এমডি ইঞ্জিনিয়ার শাহ্জাহান খান রিপন, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, রূপালী ব্যাংক দয়ামীর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোশারফ হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, এসওএস চিলড্রেন্স ভিলেজ সিলেট এস সকল কো-ওয়ার্কার, প্রকল্প সংশ্লিষ্ট সকল কো-ওয়ার্কারগণ এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট জেলার ওসমানীনগর ও বালাগঞ্জে স্থানীয় প্রশাসন ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সাধন করে এই প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এতে সর্বমোট এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত চুরানব্বই টাকার প্রকল্পের অর্থের যোগান দেবে এসওএস বাংলাদেশ। মোট ৩ হাজারটি পরিবার এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা জানান।
এ প্রকল্পের মাধ্যমে খাদ্য নিরাপত্তাার জন্য মোট ১ হাজার পরিবার, আশ্রয়ন, গৃহ সংস্কার/ মেরামত ও জীবীকায়নে আরো ১ হাজার পরিবার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্যাকেজ এর জন্য আরো ১ হাজারটি পরিবার উপকৃত হবে। ২ উপজেলার ৪ টি ইউনিয়নের মোট ৩ হাজার পরিবার এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। শুধু তাই নয় উক্ত এলাকাগুলোতে ১০টি সচেতনতামূলক সেশনের মাধ্যমে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে মানুষদের সচেতন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
তবে প্রকল্পটির মেয়াদ ৬ মাস হলেও বৈদেশিক মুদ্রা প্রাপ্তিতে বিলম্ব হওয়ার কারণে প্রকল্পটি শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে বলে সভায় জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭