বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ফুটবলারদের তালিকা করলে লিওনেল মেসির নামটা থাকবে উপরের দিকে। ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে যেমন সফলতা পেয়েছেন তেমনি জাতীয় দল আর্জেন্টিনার হয়েও কোনো সফলতা পেতে বাকি নেই তাঁর। এদিকে মেসি এখন আছেন ক্যারিয়ারের একেবারে পড়ন্ত বেলায়, অন্যদিকে মেসির সঙ্গেই তুলনা করা হয় এ প্রজন্মের তরুণ ফুটবলার লামিনে ইয়ামালকে।
 

মেসির পর বার্সেলোনা ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এখন ইয়ামালকে নিয়েই। স্পেনকে ইউরো জেতানো এ তরুণ ফুটবলার ওঠে এসেছেন বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা লা মাসিয়া থেকে। মেসিও একসময় ছিলেন লা মাসিয়াতে।
 


এদিকে গতকাল কোপা দেল রে তে রিয়াল বেতিসকে ৫ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ ম্যাচে একটি গোল করেছেন ইয়ামাল। এছাড়া একটি গোল করিয়েছেন তিনি। বেতিসের বিপক্ষে এই ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। এ ম্যাচের পর আবারো মেসির সঙ্গে তুলনায় জুড়েছে ইয়ামালের নাম।
 

বেতিসকে হারানোর পর ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন তারই বার্সা সতীর্থ গাভি। শুধু তাই নয়, মেসির সঙ্গে তুলনাও করেছেন তিনি। গাভি বলেন, ‘আমার কাছে লিওনেল মেসির পর সেই সেরা। লামিনে খুব ভালো। এই মুহূর্তে সেরা। তবে মেসির সঙ্গে তাকে (ইয়ামাল) তুলনা করাটা বোকামি। সে (মেসি) সবার থেকে আলাদা।’
 

ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিকও। তিনি বলেন, ‘গাভি অনেক আবেগী। আমার উত্তরও হবে হ্যাঁ। আমরা সেটা দেখতেও পাচ্ছি। বড় ম্যাচে প্রতিভাবানরা কেমন পারফরম্যান্স করে, সেটা আপনারা দেখতে পাবেন। অনেকবারই আমরা এমন কিছু দেখতে পেয়েছি। তবে আমাদের উচিত তার (ইয়ামাল) যত্ন নেওয়া।’

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০২