সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ৮টি হাফিজিয়া মাদ্রাসার ২৪ জন পবিত্র কোরআনে হাফেজকে শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা দু’টায় দাসউরা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে 'তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’ এ আয়োজন করে।

 

শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মো. এখলাছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্টার লন্ডনের ট্রেজারার ও তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি এবং টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর মামুন রশীদ।

 

সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাসউরা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মো. নজমুল ইসলাম, সমাজসেবী ও রাজনীতিবিদ আশরাফ উদ্দিন আবুল, বিয়ানীবাজার সরকারি কলেজের খণ্ডকালীন প্রভাষক মো. জহির উদ্দিন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, দাসউরা জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের ইমাম ও খতিব হাফেজ মাওলানা কামাল আহমদ, দাসউরা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ নাসির উদ্দিন ও হাফেজ মাছুম আহমদ, সাংবাদিক মো. জয়নুল ইসলাম, সংবাদকর্মী তাহের আহমদ।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামেয়া আশরাফিয়া ইসলাম নগর (টুকা) মাটিজুরা মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ছাত্র হাফেজ আরিফ আহমদ। পরে প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মামুন রশীদ পবিত্র কোরআনে হাফেজদের হাতে বৃত্তি ও সম্মাননা স্মারক তুলে দেন।

 

সিলেটভিউ২৪ডটকম / প্রেবি / মাহি