ভ্যাট বাড়ানোর উদ্যোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে ওসমানীনগরের রেস্তারাঁ মালিক সমিতি। সরকারে অযোক্তিক ভ্যাট হার আগের মতো ৫ শতাংশে নামিয়ে আনা না হলে ওসমানীনগরে অনির্দিষ্টকালের জন্য রেস্তারাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিলেটের ওসমানীনগর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র গোয়ালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে সকাল ১১টায় বাংলাশে রেস্তারাঁ মালিক সমিতি সিলেট জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধনে উপজেলার বেশ কয়েকটি রেস্তারাঁ মালিক, পরিচালক ও কর্মচারীরা অংশ নেন।
ওসমানীনগর উপজেলা রেস্তারাঁ মালিক সমিতির সমন্বয়ক গোয়ালাবাজার রাজভোজন রেস্তারাঁর স্বত্বাধিকারী আব্দুল আহাদ সিকদার বলেন, রেস্তারাঁ ব্যবসার ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। এছাড়া সম্পূরক শুল্ক (এসডি) ১০ শতাংশ কর আগে থেকেই আছে। অর্থাৎ ভ্যাট ১৫ শতাংশ ও সম্পূরক শুল্ক (এসডি) ১০ শতাংশ যোগ করা হলে ভোক্তাদের মোট ২৫ শতাংশ কর দিতে হবে। এটা রাজধানী ঢাকা নয়,মফস্বল এলাকায় পৃথিবীর কোথাও খাবারে এত পরিমান অর্থ ভ্যাট নেই বলে তিনি অভিযোগ করেন তিনি।
এসময় উপস্তিত ছিলেন- রাজভোজন রেস্তারারঁ পরিচালক পায়েল আহমদ সিকদার,বিসমিল্লাহ রেস্তারাঁ স্বত্বাধীকারী কাঁচা মিয়া, পরিচালক সুহেল আহমদ, সাজু রেস্তারাঁর স্বাধীকারি জুয়েল আহমদ,পরিচালক তপু আহমদ, রান্না ঘর রেস্তারারঁ স্বতাধীকারি আরিজ মিয়া, রাজ ভোজনের পরিচালক চন্দন ভৗমিক, সুহেল আহমদ, ওয়েটার আতিকুর রহমান, বাবুর্চি তহিদুল ইসলাম, চায়নিক সেপ বাবুর্চি খায়রুল হক, সহকারী বাবুর্চি আনোয়ার হোসেন, নয়ন আহমদ,বদরুল ইসলাম, রেস্তরার কর্মচারী শাহীন আহমদ, সৌরব হোসেন, জাকারিয়া আহমদ,সাকিল আহমদ, তুহেল আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-১৪