নতুন বছরের প্রথম দিকে সিলেটে শৈত্যপ্রবাহ ছিল কিছু দিন। ধারণা করা হচ্ছে পুরো জানুয়ারি মাসে শীতের প্রকোপ থাকবে। তবে মাসের মাঝামাঝি সময়ে এসে শীতের অনুভূতি অনেকটাই কম হচ্ছে সিলেটে। যদিও রাতে ও সকালে কিছুটা শীত অনুভূত হচ্ছে। তবে দুপুরের দিকে অনেক সময় ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সিলেটের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে এখন। জনমনে প্রশ্ন তাহলে কি বিদায় নিতে চলেছে শীত?
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটে জানুয়ারি মাসে সাধারণত বেশি শীত অনুভূত হয়। সিলেটের এখনকার তাপমাত্রা অন্যান্য বছরের মতই। রাতে ও সকালে সূর্যের দেখা মিলার আগ পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। শীত বিদায় নিচ্ছে কি না এখনই বলা যাচ্ছে না। এমন অবস্থা পুরো জানুয়ারি মাস পর্যন্ত থাকতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত /এসডি-২৫