শায়েস্তাগঞ্জে আঞ্চলিক কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ বলেছেন, ১৫ বছরের জঞ্জাল দূর করে, যুগোপযোগী সিলেবাস ও পদক্ষেপ গ্রহণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে জাতীয় মানে উন্নীত করার চেষ্টা করা হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের আস্থায় আনার জন্য কাজ চলছে।

 


শনিবার সকালে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সচিব আমিনুল আক্তার, সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ এনামুল হক, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এফএম অলি, নরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।

 

উপাচার্য বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিমাত্রায় স্হানীয় রাজনীতি প্রবেশ করানোর কারণে চলতি সময়ে প্রতিষ্ঠান পরিচালনায় বেগ পেতে হচ্ছে। সিলেটকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে ব্যক্তি পর্যায়ে কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বিত্তবানদের এগিয়ে আসতে তিনি আহবান জানান। এসময় হবিগঞ্জে একটি টেকনিক্যাল সেন্টার স্থাপনের আশ্বাস দেন তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম / মামুন / সানি-১