সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের বলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী মোঃ ফয়জুল করিম এর উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন করেছে বলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ।
 

শুক্রবার সকালে ঘণ্টাব্যাপী বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ জানুয়ারি বলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী-কাম প্রহরী মোঃ ফয়জুল করিম প্রতিদিনের ন্যায় সকাল ৯ টা স্কুলে উপস্থিত হন এবং প্রধান শিক্ষকের সাথে দিনব্যাপী স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। বই বিতরণে এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন। ঐইদিন ১০ টার দিকে ইউনিয়নের লাউেমরকুনি পুরানমহল গ্রামের ইমদাদ উল্লা (৫১) র' স্ত্রী সায়না বেগমের মৃত্যু হয়। পরে ০৪ জানুয়ারি ইমদাদ উল্লা তার স্ত্রী হত্যার অভিযোগ এনে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেন। মামলায় আসামি করেন একই গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে বলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী-কাম প্রহরী মোঃ ফয়জুল করিম (৪২) সহ ৮ জনকে।
 


দপ্তরী-কাম প্রহরী মোঃ ফয়জুল করিম এঘটনায় জড়িত ছিল না। তাকে এই মামলায় উদ্দেশ্য মূলক জড়ানো হয়েছে। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে জানান শিক্ষার্থীরা।

 

 


সিলেটভিউ২৪ডটকম/মতিন/এসডি-১১