সিলেটের বিশ্বনাথে ‘বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুল’ পরিদর্শন করেছেন ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে‘র নেতৃবৃন্দ। স্কুল পরিদর্শনে আসা ট্রাস্টের নেতবৃন্দকে এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
স্কুল পরিদর্শনে আসা নেতৃবৃন্দরা হলেন- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহ সভাপতি প্রফেসর ফরিদ আহমদ, সহ সভাপতি মিছবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক কবির মিয়া, কার্যনির্বাহী সদস্য শেখ মবশ্বির আলী, নেছার আলী লিলু, ট্রাস্টি বাবুল হোসেন বাবুল, আতিকুর রহমান বুলবুল, মাসুক মিয়া।
বিল্ড ক্যারিয়ার চাইল্ড স্কুল পরিচালনা কমিটির সভাপতি শহিদ আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুনসুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহ সভাপতি প্রফেসর ফরিদ আহমদ, সহ সভাপতি মিছবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক কবির মিয়া, কার্যনির্বাহী সদস্য শেখ মবশ্বির আলী, নেছার আলী লিলু, ট্রাস্টি বাবুল হোসেন বাবুল, আতিকুর রহমান বুলবুল, মাসুক মিয়া, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশীদ মঙ্গল, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, সংগঠক সুহেল আহমদ, ফরিদ আহমদ, সেবুল মিয়া, মখতার আলী, স্বপন কুমার, রুশন আলী, সৈয়দ আশরাফ হোসেন।
এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৮