সিলেটের সুনামগঞ্জ থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এসব এসব পণ্য আটক করা হয়।
র্যাব-৯ সিলেটের সহকারি পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনানো হয়, সুনামগঞ্জ থানা পুলিশ ও র্যাব গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ডের ষোলঘর এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে শুল্ক ও কর ফাঁকি দিয়ে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৮শ ৪৮ পিস ভারতীয় শাড়ি, ৪২ পিস জর্জেট থান কাপড়, ৩ হাজার ৬শ পিস জনসন বেবি লোশন, ৩৫ পিস বোরো প্লাস লোসন, ৫ হাজার ৪০ পিস কিটক্যাট চকলেট, ২ হাজার ৭শ ৩৬ পিস ডাভ সাবান, ২৭ হাজার ৩৬০ পিস কাভেরি মেহেদী।
উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ ১৪ হাজার ৩৮০ টাকা বলে জানায় র্যাব।
সিলেটভিউ২৪ডটকম / সানি-৫ /এসডি-২৯