‘মানবসমাজ আজ যে উৎকর্ষের উচ্চ শিখরে দাঁড়িয়ে আছে এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বই। কিন্তু উৎকর্ষের এই অবস্থানে দাঁড়িয়ে মানুষ আজ বইকে অনেকটাই ভুলতে বসেছে। আলোকিত সমাজ প্রতিষ্ঠা করতে হলে বইয়ের থেকে মুখ ফিরিয়ে নিলে চলবে না। ফিরে আসতে হবে বইয়ের কাছেই। চোখের সামনে বইকে মেলে ধরতে হবে।’
 

এমন বক্তব্যই উঠে এসেছে ৬ষ্ঠ সিলেট বইমেলার সমাপনী অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠ থেকে।


শুক্রবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।
 

শিশুসাহিত্যিক প্রফেসর ডা. আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত গবেষক সাংবাদিক সুমন কুমার দাশ, সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি লেখক-সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, গবেষক ড. কাজী কামাল আহমদ, কবি মুন্নি আখতার, সাজন আহমদ সাজু। কবি কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউসের সত্বাধিকারী মো. জসিম উদ্দিন।
 

সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ১১ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করে কালান্তর প্রকাশনী ও জসিম বুক হাউস। ৭ ডিসেম্বর থেকে এ মেলা শুরু হয়।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩