দুর্নীতি দমনে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপ, সম্পদের হিসাব দাখিলের তারিখ বার বার পিছানো, জাতীয় নির্বাচনের আগে সকল স্থানীয় নির্বাচন, ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচন করার বিষয়ে ও সংগঠনের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যারের আমেরিক গমন উপলক্ষে অত্র সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার সন্ধ্যায় বন্দরবাজারস্থ সিলেটের একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়।


দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর সভাপতিত্বে সভায় বলা হয়, দুনিয়া কাপানো গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যই রাষ্ট্র সংস্কার, বিকল্প শক্তি, বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিদ্ধমান আইন কার্যকর করা। অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যারা বলছেন, সংস্কারের বৈধতা দেবেন না, তাদের উদ্দেশ্যে সভায় বলা হয়, এই সংস্কারের বৈধতা দেয়ার জন্য বিপ্লব সরকারের অনুমোদনই যথেষ্ট। অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকারের বেধে দেয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের সময়সীমা পেছানে দেশবাসী মানবে না। স্থানীয় নির্বাচন, ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচন এই সরকারের অধীনে হলে একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও দলীয় প্রভাব মুক্ত নির্বাচন হবে। ফলে সঠিক জনপ্রতিধি নির্বাচিত হয়ে আসার সুযোগ সৃষ্টি হবে। সভায় গরীবদের জন্য টিসিবি’র ৪৩ লাখ ট্রাকসেল কার্ড দ্রুত পুনর্বহাল করে ট্রাকসেল কার্যক্রম জোরদার, পাশাপাশি ঢাকা, সিলেটে রেল সার্ভিস যেমন পারাবত ও কালনীর সার্ভিসের মান উন্নয়ন ও কালনীর ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রবিরতি দ্রুত প্রত্যাহারের জোর দাবী জানানো হয়।
 

সভায় উপরোক্ত দাবীগুলো স্মারকলিপি আকারে উপদেষ্টার দপ্তরে প্রেরণে লক্ষ্যে আগামী ২০ জানুয়ারি সোমবার দুপুর ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের সামনে গণজামায়েত ও মিছিল সহকারে সিলেট জেলা প্রশাসক এর নিকট স্মারকলিপি পেশের সিদ্ধান্ত গৃহীত হয়।


দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা ও সংবর্ধিত অতিথি নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এডভোকেট, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, লক্ষীপাশা ইউপি মেম্বার, কেন্দ্রীয় সদস্য এনামুল হক আবুল, ছাত্র-যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, সরোজ ভট্টাচার্য্য, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, আফছারুজ্জামান আফছর, সাংবাদিক শহিদ আহমদ খান সাবের, হাকীম আক্তার হোসেন, আব্দুল ওয়াহিদ, রফিকুল ইসলাম শিতাব, শিক্ষানবিশ আইনজীবী মোঃ তামিম রহমান চৌধুরী, সমাজসেবী উসমান আলী, শ্রমিক নেতা মিজান গাজী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না, বিজয় চন্দ্রনাথ বিপ্লব, যুব সংগঠক মোঃ রুয়েল বক্ত, কাওছার বক্ত রাসেল, সাহেল আহমদ খান, আরিয়ান মোহাম্মদ হৃদয় খান, নূর হোসেন, সজল চন্দ্র প্রমুখ।

পরে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার এর আমেরিক সফর উপলক্ষে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১