বিএনপির নিখোঁজ নেতা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্যেএম ইলিয়াস আলীর গুমের ঘটনা সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি আজ শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে তারেক জিয়ার নির্দেশে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত ১৬ বছরের ইতিহাস আমাদের কর্মীদেরকে হত্যা করার ইতিহাস, গুম করার ইতিহাস। এই গুমের শিকার হয়েছে আপনাদের কৃতিসন্তান, আপনার আমার নেতা ইলিয়াস আলী। তাঁর সন্তানরা জানেনা তাঁরা কি এতিম? নাকি তাঁর পিতা বেঁচে আছে। এর জবাব শেখ হাসিনাকেই দিতে হবে। কারণ তাঁর নির্দেশেই এটা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১৫শ' দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীনের সার্বিক সহযোগিতায়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ ও বিএনপি নেতা হেলাল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউস, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, বকশী মিসবাহ উর রহমান, মুজিবুর রহমান মজনু, মনোয়ার আহমেদ রহমান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েছ, মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / তমাল / মাহি-১৩