সব বাদ দিলেও এই নিষ্ঠুর দেশ লুন্ঠনের অপরাধে হাসিনা ও তার সাঙ্গ পাঙ্গদের সাজা দেওয়া উচিত। এতো লুটপাট কখনো দেখেনি কেউ। ওরা দেশে-বিদেশে আন্তর্জাতিকভাবে চুরি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। শেখ হাসিনার আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশের জন্য অত্যন্ত ভয়ংকর বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা, ছাত্রদলের এক সময়ের কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, শিক্ষানুরাগী জননেতা মাহবুব চৌধুরী।
 

তিনি আরো বলেন, ‘যারাই আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির অংশীদার ছিল, সুবিধাবাদী ছিল তাদের একটাই পরিচয় সে ফ্যাসিস্ট। রাগব বোয়ালদের সঙ্গে সঙ্গে তৃনমুলের সন্ত্রাসীদের ও গ্রেফতার করা জরুরি। যে সমাজ ব্যবস্হা সনদধারীদের চোর বানায় সেটার সংস্কার বেশি জরুরি। করলা তিতা লাগলেও করলার ভিটামিন শরীরের জন্য খুব দরকারি, তেমনি নির্বাচন অনেকের কাছে এই মুহূর্তে অপ্রিয় হলেও এটা জরুরি। আগামী নির্বাচনে জয়ী হলে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিতে ৩১ দফার আলোকে বিএনপি জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র মেরামত অব্যাহত রাখবে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, দ্রব্যমূল্য, চাকরি, মজুরি সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’
 


তিনি আজ ১৯ জানুয়ারি রবিবার প্রচন্ড শীতে শীত নিবারণের জন্য সিলেট নগরীর বিভিন্ন জায়েগায় মেহনতি অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করার সময় একথা বলেন।

এ কর্মসূচীতে আরো ছিলেন বিএনপি নেতা আনহার আহমদ, সৈয়দ আখতার আহমদ, মামুন মিয়া, টিপু আহমদ, শিক্ষার্থী মিশকাত, মিশাল, মোহার, রোমেলা বেগম, দীপা বেগম, তাহমিনা বেগম, নিঝুম প্রমূখ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০