আইনশৃঙ্খলা ও উপজেলার উন্নয়নসহ সার্বিক পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান ও জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার সঙ্গে পৃথকভাবে মতবিনিময় সভা করেছেন।
 

সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও বিকেল সাড়ে ৪টার দিকে জকিগঞ্জ থানায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
 


মতবিনিময়ে উপজেলার আইনশৃঙ্খলা ও উন্নয়নসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ সার্বিক বিষয়ে প্রশাসন ও পুলিশকে সহযোগিতার আশ্বাস দিয়ে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের সফলতাকে অটুট রাখতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। এলাকার উন্নয়নসহ সকল সমস্যা সমাধানে অনান্য রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করে ইসলামী আন্দোলনও কাজ করছে। মতবিনিময় শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সংগঠনের দলীয় ক্যালেন্ডার ও ডায়েরী উপহার দেন।
 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন, সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফয়জুল হাসান, সুলতানপুর ইউপির সভাপতি মাওলানা লুৎফর রহমান শামীম, মানিকপুর ইউপির সেক্রেটারি ইজ্জাদ আহমদ, যুব আন্দোলন নেতা হাফিজ ফয়সল আহমদ প্রমূখ।

 

 


সিলেটভিউ২৪ডটকম/হাছিব/এসডি-১৬