পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের অবৈধ ব্যাটারি চালিত টমটম রিক্সার নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের কোনো উদ্যোগ না থাকায় অবৈধ টমটম রিক্সা চালকের বেপরোয়াতার কারণে দূর্ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাদ্রাসার শিশু শিক্ষার্থী মোহাম্মদ শাওন (৬)। আহতের বাড়ি শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায়। শিশুর বাবা মো. শাহীন মিয়া পেশায় একজন কাঠ মিস্ত্রি।
 

রবিবার বিকাল তিনটার দিকে শ্রীমঙ্গল শহরের কালিঘাট বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার সামনে টমটম রিক্সার চাপায় গুরুতর আহত হর শাওন। এসময় টমটম রিক্সা চালক টমটম নিয়ে পালিয়ে যায়। আহত শিশু শিক্ষার্থী মোহাম্মদ শাওনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করেন।


আহত শাওনের বাবার মো. শাহীন মিয়া জানান, আমার ছেলে ব্রেনে রক্ত জমাট হয়েছে, দ্রুত অপারেশন প্রয়োজন বলে জানিয়ে চিকিৎসকরা। অপারেশনে প্রায় ৭০ হাজার টাকা প্রয়োজন আমি গরীব মানুষ এত টাকা কেমনে যোগাড় করবো ভেবে পাচ্ছি না।’
 

সংশ্লিষ্টদের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলায় বর্তমানে ৫ হাজারের বেশি ব্যাটারিচালিত টমটম রিক্সা চলাচল করছে। এসব ব্যাটারিচালিত রিক্সা রাতদিন অনিয়ন্ত্রিতভাবে দাপিয়ে বেড়াচ্ছে সবখানে। পুরো শহর, শহরের প্রধান সড়কে দীর্ঘস্থানে এই কাহিল অবস্থা বিরাজ করছে।

শ্রীমঙ্গল পৌরসভার লাইসেন্স শাখা থেকে ব্যাটারিচালিত ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয়নি। অবৈধ ব্যাটারিচালিত টমটম রিক্সার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন ‘শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম।’
 

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে শিশুর পরিবারের কেউ এখনো থানায় কোন অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নিতে সহজ  হবে। তারপরও আমি খোঁজ নিয়ে অভিযুক্ত টমটম চালককে আটকের করার চেষ্টা করবো।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে থানা পুলিশের সাথে আলোচনা। দ্রুত এসব অবৈধ ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ‘শহরের কিছু জনপ্রতিনিধির কারণে অভিযান নামতে প্রশাসনের কিছু বেগ পেতে হচ্ছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-১৭