বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য পদ নবায়ন কর্মসূচি উদ্বোধন করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের সদস্য পদ নবায়ন করেন তারেক রহমান।
এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সদস্য পদ নবায়ন করেন।
এবার দলটি প্রাথমিক সদস্য পদ নবায়ন ফি ১০ টাকা বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ করেছে। এ বিষয়ে দলটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বলেন, দলের প্রাথমিক সদস্য হতে আগে ১০ টাকা ফি নির্ধারিত ছিল। মূল্যস্ফীতি ও নানা কারণে এবার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করে কেউ বিএনপির সদস্য হতে পারবে না।
শুধু পুরাতন যারা দলের সদস্য রয়েছে তারাই তাদের সদস্য পদ নবায়ন করতে পারবেন।
তবে যারা দীর্ঘদিন দলের কাজে অনুপস্থিত তাদের সদস্যপদ বাতিল হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক