যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির সুধীজনের উপস্থিতিতে  কবিতা, গান ও  আনন্দময় কথায় ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ২০২৫ ও অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান সম্পন্ন হয়েছে।

 


ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন ইসি কমিটির অভিষেক ২০২৫ এবং যুক্তরাজ্যের গুণী, মেধাবী তৃরুণ সাংবাদিকদের সৃজনশীল কাজের  সম্মাননা স্বরুপ  ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান সম্পন্ন হয়েছে।

 

রবিবার (১৯ জানুয়ারি ) বিকেলে লন্ডনের একটি হলে মিডিয়া ব্যক্তিত্ব , সুধীজনদের উপস্থিতিতে  অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সেক্রেটারী জুবায়ের আহমদের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট আনসার আহমদ উল্লাহ এর শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে ইসিকমিটিকে পরিচিতি ও স্বাগত জানিয়ে অভিষিক্ত করেন তিনি।

 

পরে নতুন ইসি কমিটির সভাপতি অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী  মিজানুর রহমান মীরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গুণী, মেধাবী,  ৫জন সাংবাদিকের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

 

তারা হলেন, জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ইলেকট্রনিক মিডিয়ায় এটিএন বাংলা ইউকের সিনিয়র প্রযোজক ও উপস্থাপক উর্মি মাযহার, আইটিভি নিউজের ব্যুলেটিন রিপোর্টার মাহাথির পাশা, রানার টিভির আ স ম মাছুম, গার্ডিয়ান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম।

 

ইউকে বিআরইউ অ্যাওয়ার্ড প্রাপ্তদের জীবনকর্ম পাঠ করেন- ফয়েজুর রহমান ফয়েজ, ড. আজিজুল আম্বিয়া, এ রহমান অলি, সাহেদা রহমান ও মুহাম্মদ সুয়েজ।

 

অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট তুলে দেন  লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডনের বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর কালচার এন্ড রিক্রিয়েশন কাউন্সিলর কামরুল হোসেইন ও কাউন্সিলর অজান্তা দেব রায়।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সাবেক স্পিকার আহবাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, সাংবাদিক নিলুফা ইয়াসমিন হাসান, সৈয়দ আনাস পাশা, কবি মাসুক ইবনে আনিস, সাংবাদিক কামাল মেহেদী, লন্ডন বাংলা প্রেস ক্লাব এর ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাব এর ট্রেজারার সালেহ আহমদ, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, চ্যানেল এস রিপোর্টার রেজাউল করিম মৃধা, সাংবাদিক আলাউর রহমান খান শাহিন ও রাজনৈতিক – সংস্কৃতিকর্মী আমিনা আলী।

 

কবিতা আবৃত্তি করেন- মুহাম্মদ শাহেদ রাহমান, এডভোকেট বেলাল আহমদ বকুল, ইমদাদুন খান ও ফাহমিদা খাতুন।

 

সঙ্গীত পরিবেশন করেন- বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর রানা, তাহির আলী, এ রহমান অলি, এডভোকেট বেলাল আহমদ বকুল, শেখ মোফাজ্জল হোসেন ও মুন্না মিয়া।

 

অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি / সানি-৬