সিলেটে আবাসিক হোটেটে অসামাজিক কাজের দায়ে তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

 


আজ বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের রাজারগলি হোটেল নিউ জালালী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সালেহ আহমদ (২৩) ও নাসিমাকে (৪৫) আটক করা হয়।

 

আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। তাদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি-৮