সিলেট গণদাবী পরিষদের সাবেক সভাপতি ও প্রথম শ্রেণির ঠিকাদার মহানগরীর চৌকিদেখি উদয়ন ৪৯ নিবাসী আখলাক আহমদ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি স্ত্রী ও যুক্তরাজ্য প্রবাসী ৪ ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আখলাক চৌধুরীর বড়ছেলে যুক্তরাজ্য প্রবাসী ইফতেখার আহমদ চৌধুরী (রাজু) জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত রবিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাদ জোহর হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে জানাজার পর তাঁকে মাজারের গোরস্তানে দাফন করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৮