সিলেটের গোয়াইনঘাটে তিনদিনের ব্যবধানে একই পরিবারে চারজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুইদিনে পরিবারের দুই সদস্য, পরদিন প্রয়াত চাচির জানাজায় যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই চাচাত ভাই প্রাণ হারান। হৃদয়বিদারক এ ঘটনায় স্বজনদের আর্তনাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা সতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত আহমদ (১৯) উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে। আবু সুফিয়ান (১৯) একই গ্রামের ফরিদ আহমদের ছেলে। তাঁরা দুজন সম্পর্কে চাচাত ভাই।
এরআগে গত সোমবার রাতে সিলেটের একটি হাসপাতালে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান রিফাতের আরেক চাচাত ভাই কয়েস আমদের স্ত্রী রেফা বেগম (৩৫)। পরদিন মঙ্গলবার দুপুরে রেফা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। ওই দিন রাতে রেফা বেগমের শাশুড়ি সহিজুন বেগমের (৭৫) মৃত্যু হয়। সহিজুন বেগম নিজ বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত রিফাতের চাচা আতিকুর রহমান বলেন, গত সোমবার রাতে প্রসবের বেদনা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে মারা গেছেন ভাবী, মঙ্গলবার রাতে মারা গেছেন মা। দুই দিনে দুই জনের জানাজা শেষে দাফন করি।বুধবার যোহরে মায়ের জানাজা শেষে খবর পাই দুই ভাতিজা রিফাত ও সুফিয়ান পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েব ভাতীজা রিফাত গোয়াইনঘাট হাসপাতালে সুফিয়ান ওসমানীতে মারা গেছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় রিফাত ও সুফিয়ান নামে দুই কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এদের মধ্যে রিফাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান ও সুফিয়ান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৩ টার দিকে মারা গেছেন।
সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন আছে। এছাড়াও শুনেছি গত দুই দিনে তাদের পরিবারের আরও দুই সদস্য মারা গেছেন।
সিলেটভিউ২৪ডটকম / মাহি