প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২০ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল শুরু করেছিল বাংলাদেশ বিমান। ফ্লাইট শুরুর পর থেকে গত চার বছর সপ্তাহে তিন দিন সিলেট-ম্যানচেস্টার বিমানের ফ্লাইট অব্যাহত ছিল। চার বছরের মাথায় এই রুটের ফ্লাইট আবারও বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। তিনটি ফ্লাইটের মধ্যে গত অক্টোবর থেকে বন্ধ হয়ে গেছে একটি। বাকি দুটি ফ্লাইটও বন্ধ হওয়ার শঙ্কায় রয়েছেন যুক্তরাজ্য প্রবাসীসহ সিলেটী যাত্রীরা। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ প্রবাসীদের।


তাই এবার সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু না থাকলে লাগাতার কর্মসূচিসহ রেমিটেন্স পাঠানো বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে সিলেটের প্রবাসীরা। ফ্লাইট বন্ধ হয়ে যাবে এমন আশঙ্কায় সিলেটের সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ইউকে এনআরবি সোসাইটি।



এতে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রবাসীরা।


ইউকে এনআরবি সোসাইটির ডাইরেক্টর এম আহমেদ জুনেদ বলেন, সিলেট ম্যানচেস্টার রুট বাংলাদেশ বিমানের জন্য লাভজনক হওয়া স্বত্ত্বেও এটি বন্ধের পাঁয়তারা করছে বিমান বাংলাদেশ। এর আগে এই রুটে ফ্লাইট বহাল রাখার দাবিতে প্রতিবাদ সভা, গণস্বাক্ষর কর্মসূচি সহ নানা কর্মসূচি পালিত হলেও বিমান কর্তৃপক্ষ এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত স্পষ্ট করেনি।


ইউকে এনআরবি সোসাইটির আরেক ডাইরেক্টর মো: জামাল উদ্দিন বলেন, আগামী মধ্য এপ্রিল পর্যন্ত এ রুটের সব টিকিট বিক্রি হয়েছে। কিন্তু বাংলাদেশ বিমান ২৭ এপ্রিলের পর থেকে আর কোনো বুকিং নিচ্ছে না। কিন্তু কেন বুকিং নেয়া হচ্ছে না তা এখনও স্পষ্ট করা হয়নি। তাই ধারণা করা হচ্ছে, এ রুটটি হয়তো আবারও বন্ধ করে দেয়া হবে। বিমান কর্তৃপক্ষ ফ্লাইট কমানোর পিছনে হজ ফ্লাইট বললেও এটি ভাউতাবাজি।


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনার বলেন, বর্তমান সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র এই রুটে ফ্লাইট বন্ধের পায়তারা করছে। এগুলোর সাথে হাসিনার দোসররা জড়িত কিনা সেটি খতিয়ে দেখতে হবে। প্রবাসীদের দিকে তাকিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বিষয়টি বিবেচনা করতে হবে।


সিসিকের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ বিমান সব সময় লোকসানে থাকে এটা আমরা জানি। তবে এই সিলেট-ম্যানচেস্টার রুটটি বেশ জনপ্রিয়। এই রুটে বিমান লোকসানে নয়। এটি বন্ধ করার কোন যৌক্তিকতা নেই। আমরা এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রপার স্মারক দিবো। তার অবশ্যই বিষয়টি আমনে নিবেন। তা না হলে দাবি কিভাবে আদায় করতে হয় তা আমরা জানি।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ নাজাত /এসডি-২৩