প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক)-২০২৪  এর খেলায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট সদরের নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস সিলেট জেলার উদ্যোগে বুধবার সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ফাইনাল খেলায় কানাইঘাটের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নলকট।


খেলা ১-১ গোলে সমতায় থাকায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পরে জয়লাভ করে সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নের নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দুই দিনব্যাপি এ খেলায় নলকট বিয়ানীবাজার, ওসমানীনগর ও কোম্পানীগঞ্জকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়।
ফাইনালে কানাইঘাটকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নলকট। এখন সিলেট বিভাগের ৪টি দলের সঙ্গে মুখোমুখি হবে সিলেট জেলার নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।

এসময় উপস্থিত ছিলেন এডিপিইও মারুফ আহমেদ চৌধুরী, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল তালুকদার, সকল উপজেলার শিক্ষা অফিসারগণ, সকল সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ ও সিলেট সিটি ও সদর উপজেলার সকল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

নলকট দলের সঙ্গে উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মনাফ, প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক আব্দুল আউয়াল।

খেলার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চ্যাম্পিয়ন নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক মামুন।

খেলায় সিলেট সিটি ও ১৩ উপজেলা মিলে মোট ১৪টি দল অংশগ্রহণ করে।
 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪