সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। গত দুইদিনে (২১ ও ২২ জানুয়ারি) মঙ্গল ও বুধবার অন্তত দশটি অভিযান পরিচালিত হয়েছে নগরীর বিভিন্ন স্থানে।
চুরি, ছিনতাই, চোরাচালান, আবাসিক হোটেল রেইড, মাদকবিরোধী এসব অভিযানে গ্রেফতার হয়েছেন ২৮ জন। সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
এরমধ্যে ছিনতাই চক্রে জড়িত থাকার অভিযোগে ৭ জন, আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে ১৩ জন ও চোরাচালানে অভিযুক্ত ৩ জন রয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) মহানগরীর মিরাবাজার ও পাঠানটুলা এলাকায় পৃথক অভিযানে যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এসময় আটক করা হয় দুটি সিএনজি অটোরিকশা। একইদিন সোবহানীঘাট ও শাহজালার উপশহরে পৃথক অভিযানে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের ৩ জনকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানাপুলিশ। উদ্ধার করা হয়েছে অটোরিকশাও।
একইদিন মঙ্গলবার মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আম্বরখানা হোটেল নুরানী ও হোটেল আলীবাবা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার নারী-পুরুষকে গ্রেফতার করা হয়। বিকেলে দক্ষিণ সুরমা থানা অভিযানে আরও সাত তরুণ-তরুণী আটক হন দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ ঢাকা প্যালেস আবাসিক হোটেল থেকে।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে মহানগরীর রাজারগলি হোটেল নিউ জালালী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের দায়ে তরুণ-তরুণী আটক হন।
এছাড়া মহানগরের লালদিঘীর পাড় কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে মাদকসহ এক যুবক, দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট এলাকা থেকে অনলাইনে শিলং তীর নামে জুয়া খেলার অভিযোগে দুজন, সিলেট সদর উপজেলার সাহেববাজার এলাকা থেকে গরু চুরির অভিযোগে একজন গ্রেফতার হন।
এদিকে মঙ্গলবার (২১ জানুয়ারি) শহরতলীর খাদিমপাড়ার দাশপাড়া এলাকা থেকে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করে পুলিশ। এসময় একটি কাভার্ড ভ্যানসহ আটক হন তিনজন।
গ্রেফতারকৃত প্রত্যেককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সিলেটভিউ২৪ডটকম / মাহি