সিলেটের সাহেবের বাজারে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৩টি দোকান। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

 


গতকাল বুধবার রাতে এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা সব মালামাল। 

 

জানা যায়, রাতে চামেলী ষ্টোর, ষ্টোরটির গুদাম এবং শিফা টেইলার্সে এ অগ্নিকান্ড ঘটে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

 

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক / সানি-৭