গোয়াইনঘাট সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী রিফাত আহমদ কিবরিয়া ও সুফিয়ান আহমদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
শোক বার্তায় কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহমদ, যুগ্ম আহ্বায়ক আদিল আহমদ ও জাহাঙ্গীর আলম বলেন, ‘আজ গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ শোকাহত। মেধাবী এই দুই তরুণের একসঙ্গে মৃত্যুতে কলেজে শোকের ছায়া নেমেছে। এমন অপ্রত্যাশিত মৃত্যু আমাদের স্তব্ধ করে দিয়েছে।’
তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আরও বলেন, ‘আল্লাহ তায়ালা এই তরুণদের জান্নাতাবাসী করুন এবং তাদের পরিবারকে ধৈর্য্য ধারণের তাওফিক দিন।’
প্রসঙ্গত, বুধবার (২২ জানুয়ারি) পরীক্ষা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান কিবরিয়া ও সুফিয়ান। নিহত রিফাত আহমদ (১৯) উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে। আবু সুফিয়ান (১৯) একই গ্রামের ফরিদ আহমদের ছেলে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।
এর আগে, গত সোমবার (২০ জানুয়ারি) রাতে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান রিফাতের আরেক চাচাত ভাই কয়েস আহমদের স্ত্রী রেফা বেগম (৩৫)। পরদিন মঙ্গলবার দুপুরে রেফা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। ওই দিন রাতে রেফা বেগমের শাশুড়ি সহিজুন বেগমের (৭৫) মৃত্যু হয়। মাত্র তিনদিনের ব্যবধানে একই পরিবারে চারজনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর-৩