২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার সাদমান আহমেদ সাকিব চৌধুরী।

 


তিনি জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামের চৌধুরী বাড়ির শাহীন আহমেদ চৌধুরী ও গুলজাহার খানম দম্পতির ছেলে।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) ২০২৪-২০২৫ সেশনের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার (১৯ জানুয়ারি) এই এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। 

 

এদিকে মেডিকেলে চান্স পাওয়ায় সাদমান সাকিব চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা ছুটন চৌধুরী।

 

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, সাদমান আহমেদ সাকিব চৌধুরী মেধাবী শিক্ষার্থী। এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় সে স্থান পাওয়ায় আমরা আনন্দিত। তার সর্বাঙ্গীণ সফলতা ও ভবিষ্যতে দেশের মানুষের সেবায় সে যেন নিজেকে আত্মনিয়োগ করতে পারে সেই প্রত্যাশা করছি।

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি-৪