সিলেটের তরুণ-তরুণীদের জন্য ইউকে স্ট্যান্ডার্ড ভিডিও ও ফটো এডিটিং কোর্স নিয়ে এসেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ভেক্সেল মিডিয়া একাডেমি’। নগরীর উত্তর শাহীঈদগাস্থ ‘সিলেট বিজনেস সেন্টারে’ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। তিন ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিতে পারবেন আগ্রহীরা।

দিন দিন তরুণ সমাজের কাছে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি নিয়ে বাড়ছে আগ্রহ। কেউ শখের বশে ঝুঁকছেন, আবার কেউ পেশা হিসেবে নিচ্ছেন মিডিয়ার এই মাধ্যমটি। তবে বিশ্বমানের প্রশিক্ষণের সুযোগের অভাবে আগ্রহ থাকা সত্তে¡ও অনেকে নিজেদের মেধাকে কাজে লাগাতে পারছেন না। মেলে ধরতে পারছে না নিজের সৃজনশীলতা। 
ভিডিও ও ফটোগ্রাফির প্রতি তরুণ-তরুণীদের এই আগ্রহকে পেশা হিসেবে কাজে লাগাতে সিলেটে শাখা খুলেছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ভেক্সেল মিডিয়া একাডেমি’।


এ নিয়ে বৃহস্পতিবার বেলা পৌণে ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর দরগাগেইটস্থ গ্র্যান্ড মোস্তফা হোটেল আবাবিলে আয়োজন করা হয় ফ্রি সেমিনার। সেমিনারে ভিডিও ও ফটো এডিটিং নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিইও ম. শেখ ও রাহুল ইবি। সেমিনারে প্রায় ১০০ জন আগ্রহী প্রশিক্ষণার্থী অংশ নেন।

সেমিনারের আয়োজকরা জানান, ‘ভেক্সেল মিডিয়া একাডেমি’ ভিডিও ও ফটো এডিটিং এবং বেসিক ইংলিশ কোর্স করাবে। বেসিক, স্ট্যান্ডার্ড ও এডভান্সড এই তিন ক্যাটাগরিতে দেওয়া হবে প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী পাবেন সার্টিফিকেট।

‘ভেক্সেল মিডিয়া একাডেমি’র সিইও ম. শেখ জানান, প্রশিক্ষণ শেষে যে সার্টিফিকেট দেওয়া হবে সেটি ইউকে স্ট্যান্ডার্ড। যুক্তরাজ্যের চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে এই সার্টিফিকেটের মূল্য রয়েছে। এটি সেখানে চাকরিতে কাজে আসবে। ইউকে’র কোম্পানিগুলো এই সার্টিফিকেট গুরুত্ব দিয়ে গ্রহণ করে।

তিনি আরও বলেন, সেরা ২০জন প্রশিক্ষণার্থীদের চাকরি দেবে ‘ভেক্সেল মিডিয়া একাডেমি’। বাকিরা প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলায় অন্যত্র চাকুরির সুযোগ সৃষ্টি হবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২