সিলেটে ইন্ডিয়ান রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 


বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মহানগরের টিলাগড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন- নাজিম আহমেদ (২৮) ও শাহিদ আহমদ (২২)।

 

সিলেট মহানগন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট-তামাবিল মহাসড়ক হয়ে একটি অবৈধ ভারতীয় মোটরসাইকেল সিলেট শহরে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। এ খবর পেয়ে মহানগরের শাহপরান (রহঃ) থানা পুলিশ টিলাগড়ে চেকপোস্ট স্থাপন করেরয়্যাল এনফিল্ড মডেলের রেজিস্ট্রেশনবিহীন ইন্ডিয়ান মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। যার বাজারমূল্য  ৪ লাখ টাকা। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম / মাহি-১১