পাথরের নিচে লুকিয়ে কৌশলে ভারতীয় চিনি পাচার করতে গিয়ে শেষ রক্ষা হলোনা, ধরা পড়লো পুলিশের হাতে। বিপুল পরিমাণ চিনিসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলো, যশোর জেলার কেশবপুর থানার মধ্যকুল গ্রামের মোঃ রুহুল কুদ্দুস মিন্টুর ছেলে মোঃ নয়ন বিশ্বাস, একই জেলার মনিরামপুর থানার বাকশফুল গ্রামের মোঃ আব্দুল আজিজের ছেলে মোঃ আব্দুল্লাহ হোসাইন মুন্না।



পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে নিপবন আবাসিক এলাকায় অভিযান চালায় শাপহারণ (রহ.) থানা পুলিশ। এসময় ট্রাকে করে পাথরের নিচে লুকানো অবস্থায় ২৯৮ বস্তায় ১৪ হাজার ৬০২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা। এসময় পাচারকাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।

 



সিলেটভিউ২৪ডটকম / সানি-১ /এসডি-১৮