ইসকন সিলেট মন্দিরের ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটর দেবর্ষি শ্রীবাস দাসের এর মা মাধুরী রানী তালুকদার (মহাগুণময়ী রাধা দেবী দাসী) আর নেই। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১টার দিকে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমণ করেন।
ইসকন সিলেট ইয়ুথ ফোরামের পেইজে তাঁর মায়ের দেহত্যাগের খবর পাওয়া যায়। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মাধুরী রানী তালুকদার। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে,এক মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া শুক্রবার বিকালে নগরীর চালিবন্দর শ্মশানে অনুষ্ঠিত হয়েছে।
মাধুরী রানী তালুকদার সুনামগঞ্জ মধ্যনগরের বাসিন্দা ছিলেন। তিনি ইসকনের অন্যতম দীক্ষাগুরু শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের শিষ্যা ছিলেন। তাঁর বড় ছেলে ইসকনের জাতীয় পর্যায়ের একাধিক সেবার পাশাপাশি দেবর্ষি শ্রীবাস দাস সিলেট ইসকন মন্দিরের ইয়ুথ ফোরামের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন এবং ছোট ছেলে তাপস তালুকদার আমেরিকা প্রবাসী।
এদিকে মাধুরী তালুকদারের এর প্রয়াণের খবরে নগরীর ইসকন মন্দিরে ও শ্মশানে উপস্থিত হন ইসকন সিলেটের নেতৃবৃন্দ, শহরের বিশিষ্টজন, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়িরা।
পরলোকগত মাধুরী তালুকদার এর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২