চেক জালিয়াতি মামলায় সেতাউর রহমান নামের এক যুবককে এক বছর কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজের প্রথম আদালত। তবে সাজাপ্রাপ্ত ওই আসামির পরিবর্তে ভাড়ায় জেল খাটছেন মিঠন (২৮) নামের আরেক যুবক। মাসে চার হাজার টাকার প্রতিশ্রুতি দিয়ে মাদকাসক্ত দিনমজুর ওই যুবককে আদালতে হাজিরের ব্যবস্থা করেন মূল আসামি। এরপর আড়াই মাস ধরে কারাগারেই রয়েছেন মিঠন।

 


সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ যুগ্ম দায়রা জজ আদালত-২-এ অন্য আরেকটি মামলায় তাকে হাজির করলে প্রকাশ্যে আসে পুরো ঘটনা।

 

ভাড়ায় জেল খাটা মো. মিঠন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

 

মূল আসামি সেতাউর রহমান (৩৯) একই উপজেলার বিশ্বনাথপুর এলাকার সেরাজুল ইসলামের ছেলে। মেসার্স চাঁদ ব্রেড অ্যান্ড বেকারি নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক তিনি।

 

মিঠনের বাড়িতে গিয়ে দেখা যায়, সন্তানের জন্য পথ চেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন মা আখতারি বেগম ও বাবা রেজাউল করিম।

 

আক্তারি বেগম জাগো নিউজকে বলেন, ‘আমার ছেলে ঢাকায় রিকশা চালাতে গিয়েছে। এমনটায় আগে জানতাম। পরে জানতে পারছি মাসে মাত্র চার হাজার পাওয়ার জন্য সেতাউর মেম্বারের হয়ে বদলি জেল খাটছে। এটি অন্যায়ের মধ্যেই পড়ে। আমি অপেক্ষায় আছি কখন আমার ছেলে বাসায় ফিরবে। কখন আমার ছেলেকে দেখতে পাবো।’

 

সিলেটভিউ২৪ডটকম / ডেস্ক / সানি-৫