সিলেট নগরীতে জুয়া খেলার অভিযোগে ৩ জনকে আটক করেছে গোয়োন্দা পুলিশ। গতকাল শনিবার বিকেলে নগরীর পশ্চিম কাজলশাহ এলাকা থেকে তাদের আটক করা হয়। 

 


আটককৃতরা হলো, ওই এলাকার ৩৫ সোনার বাংলার বাসিন্দা লাভলু আহমদের ছেলে তানিম আহমদ, বাগবাড়ি এলাকার ৬২ সিটি হাউজিংয়ের বাসিন্দা ফারুক মিয়ার ছেলে পারভেজ আহমদ ও মৌলভীবাজারের সাধুহাটি গ্রামের জনার্দন দেবের ছেলে দুলু চন্দ্র দেব।

 

এসময় ভারতীয় অনলাইন তীর শিলং জুয়া খেলার বিভিন্ন সংখ্যা লিখা কাগজ এবং জুয়া খেলায় ব্যবহৃত ২শ ৭০ টাকা জব্দ করা হয়। 

 

সিলেটভিউ২৪ডটকম/  সানি-৩