নেত্রকোনার মদনে হালিম নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে পিটিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওই ব্যক্তির দাঁত ভেঙে গেছে। শুক্রবার (২৫ জানুয়ারি) বিকালে পৌর শহরের দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 


ওই দিন রাতে আহতের ভাই বাদী হয়ে ৬ জনকে আসামি করে মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

 

অভিযোগ সূত্রে জানা গেছে, আহত হালিম ও তার পরিবারের সদস্যরা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। তার ছোট ভাই সাব্বির জামায়াতের অঙ্গ-সংগঠন শ্রমিক ফেডারেশনের ওয়ার্ড শাখার সভাপতি। 

 

তাদের প্রতিবেশী রিয়াজ উদ্দিনের ছেলে শুভ ছাত্রলীগের ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক এবং রিয়াজ উদ্দিনের ভাই সুলতান আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি থাকা অবস্থায় বিগত সরকারের আমলে হালিমের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে। 

 

শুক্রবার হালিমের মামা দেওয়ান বাজারে এলে শিশুদের ঝগড়া নিয়ে আমিন কসাইয়ের সঙ্গে কথাকাটাকাটি হয়। সংবাদ পেয়ে হালিম ঘটনাস্থলে এসে এর প্রতিবাদ করলে শুভ ও আমীন কসাই দলবল নিয়ে তাকে মারধর করে। এতে হালিমের একটি দাঁত ভেঙে যায় এবং মাথা ফেটে যায় বলে জানা গেছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম / ডেস্ক /  সানি-৬