সিলেটের গোলাপগঞ্জে এক যুবকের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ওই যুবকের এক ভাই ও বোন বলছেন তাকে হত্যা করা হয়েছে। আর অপর দুই ভাই বলছেন এটি স্বাভাবিক মৃত্যু। তাদের এই পাল্টাপাল্টি অভিযোগে রহস্য সৃষ্টি হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে।
মৃত ফয়জুল ইসলাম (৩৬) গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে ফয়জুল ইসলাম চতুর্থ। তার অপর ভাই বোনেরা হচ্ছেন, নজরুল ইসলাম, মমতা বেগম, নুরুল ইসলাম ও ফখরুল ইসলাম।
জানা যায়, শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধায় ৬টার দিকে ফয়জুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য নুরুল ইসলাম ও তার স্ত্রীকে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে, এ ঘটনায় ফয়জুল ইসলামের বড় ভাই নজরুল ইসলাম ও বোন মমতার দাবি, ফয়জুলকে তাদের আরেক ভাই নুরুল ইসলাম নির্যাতন করে হত্যা করেছেন। অপরদিকে তার অন্য দুই ভাই নুরুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী ফখরুল ইসলামের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোসলে উদ্দিন আহমেদ সিলেটভিউ-কে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, এটি স্বাভাবিক মৃত্যু না হত্যা তা নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। প্রকৃত রহস্য উদঘাটনে আমরা কাজ করছি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিষয়টি বুঝা যাবে।
সিলেটভিউ২৪ডটকম/ সানি-৭