হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গউছ স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি বাতিল করা হয়। একই সাথে বাতিলকৃত কমিটির পত্রটি বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালের ১৭ অক্টোবর আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। এরপর ৫ বছর ৩ মাস অতিবাহিত হলেও নেতৃবৃন্দরা ৫টি ইউনিয়নের মধ্যে ১টিতেও কাউন্সিল বা সম্মেলন করতে পারেননি। যে কারনে যথাযথ দায়িত্ব পালনে কমিটি ব্যার্থ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উপজেলায় দলকে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে উক্ত কমিটি বাতিল করা হল।


প্রসঙ্গত, এডভোকেট হাবিবুর রহমান সওদাগরকে আহবায়ক ও সামছুল আলম ১ম যুগ্ম আহবায়ক করে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।
 

 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০২