মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও এনজিও সংস্থা হীড বাংলাদেশের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জাকির হোসেনের সভাপতিত্বে ও বিদায়ী টিএলসি হাবিবুর রহমান চৌধুরী সেলিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল আউয়াল, নবাগত টিএলসি লুৎফুর রহমান, হিসাবরক্ষক মো. আলমাছুর রহমান, হীড বাংলাদেশের উপজেলা কমিউনিটি ফ্যাসিলেটর শেফালী রাণী রায়, নার্স সুপারভাইজার দ্বীজেন্দ্র চন্দ্র পাল, সিনিয়র নার্স নাজমা বেগম, আফিয়া বেগম, ইশরাত জাহান, অনন্যা রাণী দাস, সাদ্দাম হোসেন ও মাহফিজুল ইসলাম, আইসিডিডিআরবির ফিল্ড অ্যাটেনডেন্ট কল্পনা মালাকার প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন স্থানের নারী-পুরুষ কুষ্ঠ রোগীর সঠিক চিকিৎসা ও নতুন রোগী খুঁজে বের করে কুষ্ঠরোগ শনাক্ত ও চিকিৎসার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কুলাউড়াকে কুষ্ঠরোগমুক্ত এলাকা ঘোষণা করার লক্ষ্যে কাজ করার আহবান জানানো হয়।
সভার পূর্বে হাসপাতাল এলাকায় এক র্যালি অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১০