বাংলাদেশ বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বহাল বা বাতিল নিয়ে সম্প্রতি যে সংশয় সৃষ্টি হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রকীব শাহ্ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর দু’বারের মেয়র পদপ্রার্থী ড. কাজী কামাল আহমদ। বৃহত্তর সিলেটবাসী তথা রেমিটেন্স যোদ্ধাদের সুবিধার কথা বিবেচনায় রেখে উক্ত ফ্লাইট বহাল রাখার জোর দাবি জানান তিনি।
 

রবিবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।
 


এছাড়া তিনি বৃহত্তর সিলেটের রেমিটেন্স যোদ্ধা অধ্যুষিত বার্মিংহাম ও লিভারপুলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে কমপক্ষে দু’টি ফ্লাইট পরিচালনার জন্য বিমান, বিমান মন্ত্রণালয় তথা সরকারের প্রতি অনুরোধ জানান। এছাড়া তিনি বিমানের সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার ফ্লাইট পুনরায় চালু করার জন্য জোর দাবি জানান।

 

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫