বিগত ২০২৪ সালে ব্যাট হাতে রানের ফুয়ারা ছড়িয়েছেন কামিন্দু মেন্ডিস। তিন ফরম্যাটে তিনি ৫০ এর বেশি গড়ে করেছেন ১৪৫১ রান। লঙ্কান এই ক্রিকেটারকেই এবার বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে পুরস্কৃত করেছে আইসিসি।
 

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে কামিন্দুর সঙ্গে আরও ছিলেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ, পাকিস্তানের সাইম আইয়্যুব। তবে সবাইকে পেছনে ফেলেই এ পুরস্কার জিতে নিয়েছেন কামিন্দু।
 


গত বছর লাল বলের ক্রিকেটে এক হাজারের চেয়ে বেশি রান করেছেন ৫ জন ব্যাটার। তাদেরই একজন কামিন্দু। তিনি টেস্টে করেছেন ১০৪৯ রান। প্রায় ৭৫ গড়ে ৫ সেঞ্চুরিতে এই রান করেছেন তিনি।
 

গত বছর বাংলাদেশ, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজ হারিয়েছে লঙ্কানরা। আর এই তিন দলকে হারাতে বড় অবদান রেখেছেন কামিন্দু।

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হওয়া কামিন্দু জায়গা পেয়েছেন বর্ষসেরা টেস্ট দলেও। টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম্যান্স করেই সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন লঙ্কান এই ২৬ বছর বয়সী ব্যাটার।
 

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৩