সিলেট বিভাগের চার জেলায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে একদিনে ট্রাফিক আইনে সিলেটের চার জেলার ১০টি গাড়ি আটক করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয় জানায়, শনিবার (২৫ জানুয়ারি) ২৪ ঘন্টায় সিলেট জেলায় ৬, মৌলভীবাজারে ১৪, হবিগঞ্জে ৫ ও সুনামগেঞ্জ জেলায় ৯ টি মিলিয়ে সিলেট রেঞ্জে মোট ৩৪ টি ট্রাফিক প্রসিকিউশন করা হয়।
এরমধ্যে সিলেটে ১৭ হাজার টাকা, মৌলভীবাজারে ৩৫ হাজার টাকা, হবিগঞ্জে ১৬ হাজার টাকা ও সুনামগঞ্জে ৩৩ হাজার টাকা যার মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে মৌলভীবাজার জেলায় ৫ ও সুনামগঞ্জ ৫ টি যানবাহন আটক করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ মাহি-১০ /এসডি-২৮