বর্তমানে ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন নেইমার জুনিয়র। ব্রাজিলের এই পোস্টারবয়কে ক্যারিয়ারের পুরোটা সময়ই লড়াই করতে হয়েছে চোটের বিরুদ্ধে। বরাবরই তিনি লড়াইয়ে জয়ী হয়েই ফিরে এসেছেন, এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। ২০২৩ সালের অক্টোবরে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন এই তারকা, এরপর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনের দীর্ঘ প্রক্রিয়া-সবকিছু শেষ করে পুরোপুরি ফিট হয়েই ২০২৪ সালের শেষের দিকে মাঠে ফিরেন নেইমার।
মাঠে ফিরে ফুটবল পায়ে জাদু দেখিয়ে রোমাঞ্চিত করেছেন দর্শকদের। তবে ফেরাটা ফেরাটা সুখকর হয়নি ব্রাজিল তারকার, আবারও চোটে পরে ছিটকে গিয়েছেন মাঠের বাহিরে। এদিকে চলতি বছরের জুনেই নেইমারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আল হিলালের। এরপর তিনি ছাড়বেন সৌদি লিগও। এমন খবর বাজারে আসতেই আলোচনার ডালপালা মেলতে শুরু করে।
সৌদি পর্ব চুকিয়ে নেইমার যাবেন মেসিদের মেজর লিগ সকারে, এমন খবরও হয়েছে। মাঝে কথা ওঠে আবারও বার্সায় ফেরার বিষয়েও। সবকিছু ছাপিয়ে নেইমার যাচ্ছেন শৈশবের ব্রাজিলীয় ক্লাব সান্তোসেই, এমন খবর দিচ্ছে ইউরোপীয় গণমাধ্যমগুলো।
জানা যায়, চলতি সপ্তাহে আল হিলাল ও নেইমারের চুক্তি বাতিল কার্যক্রম শেষ হবে। এরপর নেইমার সান্তোসের সঙ্গে ছয় মাসের চুক্তিতে স্বাক্ষর করবেন। যাতে পরে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন হলে খুব দ্রুতই ব্রাজিল যাবেন নেইমার। ৫ ফেব্রুয়ারির দলটির জার্সিতে দেখা মিলতে পারে তাকে খেলতেও।
২০১৭ সালের গ্রীষ্মে পিএসজির কাছে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে বিক্রি করেছিল বার্সা। যা ফুটবলবিশ্বে এখনও বড় চুক্তিগুলোর একটি। পরে ফ্রান্স ছেড়ে তিনি যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে। সেখানে চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে।
পিএসজি ছেড়ে আল হিলালে নাম লেখানোর সময় পুরোপুরি চোটমুক্ত ছিলেন না নেইমার। পরে সুস্থ হয়ে ৫ ম্যাচ খেললেও ২০২৩ সালের ১৮ অক্টোবর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে গিয়ে এসিএলের চোটে পড়েন। চোটে ৩৬৯ দিন পর মাঠের বাইরে থাকতে হয় ৩২ বর্ষী তারকাকে।
দীর্ঘ চোট কাটিয়ে গতবছরের ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রত্যাবর্তন ঘটে নেইমারের। বদলি নেমে ১৩ মিনিট খেলেন। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে একই টুর্নামেন্টে ইস্তেগলালের বিপক্ষে বদলি নেমে ২৯ মিনিট খেলে আবারও চোটে পড়েন। চোটের কারণে এখনো মাঠের বাইরে আছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৮