সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল ।
সোমবার (২৭ জানুয়ারি) সিলাম পি এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা এবং শিক্ষার্থীদের জন্য সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুলের সিনিয়র শিক্ষক কাজী লুৎফর রহমানের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জয়নুল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, প্রবাসী কমিউনিটি নেতা জুবেল খন্দকার, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা, বিদ্যালয়ের বিদায়ী এডহক কমিটির সদস্য আবুল হোসেন বখত, শামীম আহমদ, তাজুল ইসলাম জনি, পান্না বেগম, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রেজাউল ইসলাম, মোছা: জেবুন্নাহার বেগমসহ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শেষে বিদায়ী কমিটির সদস্যবৃন্দকে সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। ওই সময় সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এডহক কমিটির সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল ও অন্যান্য অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম / ডি.আর-৫