বড়ই বেপরোয়া হয়ে উঠছে সিলেটের গোলাপগঞ্জের মাটি ও টিলাখেকোরা। উপজেলার বিভিন্ন এলাকায় টিলাকাটা অব্যাহত রেখেছে তারা। তারা প্রশাসনকে তোয়াক্কা না করে দিন-রাত টিলা কেটে সাবাড় করছে। এদিকে অবৈধ এই টিলাখেকোদের ধরতে স্থানীয় প্রশাসন নজরদারি বৃদ্ধি করেছে।
সোমবার উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে একমাসের জেল এবং আন্যজনকে নগদ ৫০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।
জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুটারগাঁও গ্রামে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে একটি মামলায় আব্দুল গফফার নামে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া পৌর এলাকার রণকেলী উত্তর গ্রামে অভিযান পরিচালনা করে আরেকটি মামলায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এছাড়া রণকেলি উত্তর, কানিশাইলসহ কয়েকটি এলাকায় টিলা কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, ‘জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহৃত থাকবে।’
এ ধরণের অবৈধ কাজ দেখলে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার কামনা করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/হারিছ/এসডি-২৫