সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকায় দুষ্কৃতিকারী কর্তৃক পাথর উত্তোনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সাথে পাথর চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করা ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৫ (পাঁচ) কর্ম দিবসের মধ্যে মহাব্যবস্থাপক (পূর্ব) এর নিকট প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার আরএনবি কমান্ডার (সদর) রোকনুজ্জামান খান স্বাক্ষরিত আদেশে অভিযুক্ত আরএনবি সদস্যদের বরখাস্ত করা হয় বলে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়েছে. বরখাস্ত হয়েছেন এসআই মো. মঞ্জুরুল ইসলাম, এএসআই শাহাদাত হোসেন, হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইন, সিপাহী মো. আব্দুল হাই। বরখাস্তকৃতরা ভোলাগঞ্জ পাথর কোয়ারী বাংকার এলাকায় কর্মরত ছিলেন।
সাময়িক বরখাস্তকালে তাঁরা প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ সকল সুযোগ সুবিধা ভোগ করবেন এবং প্রতিদিন অফিস চলাকালীন কমান্ড্যান্ট ঢাকা এর দপ্তরে হাজির থাকবেন। ঘটনাটি সরেজমিন তদন্তে সহকারী কমান্ড্যান্ট, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, ঢাকা বিভাগকে আহ্বায়ক করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন, সিনিয়র সহাকারী নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, সিলেট।
গত ২৬ জানুয়ারি সিলেটের কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জ বাংকার এলাকায় পাথর চুরির একটি ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে তারা দায়িত্বরত আরএনবি সদস্যদের দায়িত্বে অবহেলা লক্ষ্য করেন এবং আইনী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক