যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সোমবার রাতে অস্ট্রেলিয়া পবিত্র শবে মেরাজ পালিত হয়েছে। নবুওয়াত প্রাপ্তির একাদশ বছরের (৬২০ খ্রিস্টাব্দ) রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত পবিত্র শবে মেরাজ পালিত হয়।

এ মহান রাতে দাওয়াতে ইসলামী অস্ট্রেলিয়া  সিডনি শাখার পক্ষ  থেকে অবার্ন ইয়ুথ সেন্টারে রাতভর ওয়াজ, কুরআন তেলাওয়াত-জিকির-আজকার নফল এবাদত বন্দেগী, মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


এ মহান রাতে আল্লাহ তা’য়ালার ইচ্ছায় রাসূল (দ.) স্বশরীরে পবিত্র কাবা শরীফ থেকে পবিত্র বায়তুল মোকাদ্দাস, সিদরাতুল মুনতাহা হয়ে রুহানি জগতের আরশে মো’য়াল্লায় মহান আল্লাহ তা’য়ালার সাথে সাক্ষাৎ করে আবার রাতেই জমিনে তাশরীফ আনেন।

আরবি ভাষায় মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি। আর ফার্সি ভাষায় এর অর্থ ঊর্ধ্ব জগতে আরোহণ।

মেরাজের মাধ্যমে রাসূল (দ.) এর শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ তা’য়ালার সাথে তার নিগূঢ় সম্পকের্র রহস্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়। তাই মেরাজকে বিশ্বাস করা এবং উপলব্ধি করা মুসলমানদের জন্য ফরজ। ২৬ রজব দিবাগত রাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলেহি ওয়া ছাল্লাম স্বশরীরে মেরাজ অর্থাৎ মহান আল্লাহ তা’য়ালার সাথে সাক্ষাৎ লাভ করেন। এ মহান রাতে আল্লাহ তা’য়ালা রাসূল (দ.)কে দীদারদানে ধন্য করেন। যার কারণে উম্মতি মোহাম্মদির কাছে মেরাজুন্নবী (দ.) রজনী অতিশয় সম্মানিত ও মূল্যবান। কারণ দয়ালু নবীজীর মেরাজুন্নবী (দ.) এর বদৌলতে উম্মতে মোহাম্মদি মরতবা অন্যান্য নবীগণের সম্মান অধিক পরিমাণে বৃদ্ধি লাভ করেছে। কেননা এ মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ।
 

হাদীস শরীফে আছে আস্সালাতু মেরা’জুল মো’মেনিন অর্থাৎ নামাজ হলো মুমিন নর-নারীর মেরাজ স্বরূপ। মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন- মাওলানা রেজা আত্বরী, হাফিজ মাওলানা আজিজুর রহমান আত্বরী, মোহাম্মদ গয়াজ আত্বরী, মোহাম্মদ হাসিব আত্বরী, মোহাম্মদ নাদিম আত্বরী প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল ওয়াহিদ আত্বরী।

দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে মোনাজাত করা হয়।
 

 


সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/এসডি-০১