বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতির ফলে সারাদেশে বন্ধ আছে ট্রেন চলাচল।
কর্মবিরতির মধ্যেই মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন স্টেশনে পৌঁছানোর পর এর চালক পালিয়ে যায়। এতে যাত্রীদের তোপের মুখে পড়েছেন স্টেশন সুপার।
জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনে পৌঁছায়। এরপরই ট্রেন বন্ধ করে চালক পালিয়ে যান। পরে যাত্রীরা স্টেশন সুপারের কাছে ক্ষোভ প্রকাশ করেন।
কয়েকজন যাত্রী জানান, ‘ময়মনসিংহ জংশনে আসার পর হাওর ট্রেনটি আর চলছে না। ট্রেন বন্ধ থাকায় সবাই সমস্যায় পড়েছি। স্টেশনের লোকজন বলছে, ট্রেন আর যাবে না, চালক চলে গেছেন। আমাদের তো আগে থেকে জানানো হয়নি। আগে জানালে শুরু থেকেই বিকল্প পথে যাওয়া যেত।’
ট্রেন ঢাকায় না যাওয়ার কথা জানতে পেরে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় অনেকে টাকা ফেরতের দাবি জানান।
ময়মনসিংহ রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট এস এম নাজমুল হক খান বলেন, আন্দোলনের কারণে ২৮ জোড়া ট্রেন বন্ধ। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী বিআরটিসি বাসে তাঁদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৫