শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের উদ্যোগে রাজনীতি, সমাজ ও উন্নয়ন শীর্ষক দুই দিনব্যাপি প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে ৩১ শে জানুয়ারি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সম্মেলন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. জায়েদা শারমিন।
তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় উদ্বোধনী অধিবেশনের মাধ্যমে শুরু হবে। সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।
উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন।
অধিবেশনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়লগের বিশেষ ফেলো অধ্যাপক ড. রওনক জাহান।
জানা যায়, গত বছরে সম্মেলন কমিটির পক্ষ থেকে সম্মেলনে উপস্থাপনের জন্য গবেষণা প্রবন্ধ আহবান করা হয়। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষক-শিক্ষক থেকে ১৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। এর মধ্যে যাচাইয়ের পর ১১০টি গবেষণা প্রবন্ধ নির্বাচিত হয়। ২টি প্লেনারি সেশন ও ১৫টি প্যারালাল সেশনে (একটি অনলাইনে) এ প্রবন্ধগুলো উপস্থাপন করা হবে। প্রত্যেকটি সেশনে একজন করে সভাপতি ও একাধিক আলোচক থাকবেন।
প্রত্যেকটি সেশনে ৭ থেকে ৮টি গবেষণা নিবন্ধ উপস্থাপিত হবে। প্রবন্ধের মধ্যে রয়েছে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা, নির্বাচন, দেশের চলমান সংস্কার, দক্ষিণ এশিয়ার আন্তঃদেশীয় সম্পর্ক, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব, স্বৈরতন্ত্রের পতন, শিক্ষা, মানবাধিকার, মিডিয়া, কালচার, জলবায়ু, রোহিঙ্গা ইস্যুসহ গুরুত্বপূর্ণ বিষয়। সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পাশাপাশি চীন, হংকং, ইতালি, মালদ্বীপ, পাকিস্তান, ভারত, নেপালের গবেষকরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে ৫০০ জন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী নিবন্ধন করেছেন। গবেষকদের মধ্যে আছেন বাংলাদেশের গুম কমিশনের সদস্য ও যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো ড. নাবিলা ইদরিস, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ড. ইয়াং হুই, নর্থ সাউথ ইউনিভার্সিটির ড. রেমন্ড কুয়ান সান লু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ও সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও অধ্যাপক ড. মো. নুরুজ্জামান এবং মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. আসিয়াত হাসান।
সিলেটভিউ২৪ডটকম/মোফাজ্জল/এসডি-১৬