সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম বলেছেন, ‘গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় শিক্ষাকে একেবারেই উঠিয়ে দিয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলামে ধর্মীয় শিক্ষার তেমন কোনো ব্যবস্থা রাখেনি। বরং সেখানে জাতিকে ধ্বংস করার একটি নীলনকশা প্রণয়ন করা হয়েছে। ধর্মীয় শিক্ষা বিবর্জিত এ শিক্ষা ব্যবস্থার ফলে নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরি করতে না পারার কারণেই বর্তমানে দেশে সৎ মন্ত্রী, সৎ সচিব এমনকি সৎ অফিসার খুঁজে পাওয়া যাচ্ছে না।’
তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারি) গোয়াইনঘাট উপজেলার জামিয়া ইসলামিয়া তোয়াকুল মাদ্রাসা ও কোম্পানীগঞ্জ খাগাইল বাজার পিঁপড়াখাই মাদ্রাসায়ে ইসলামিয়া দারুস সুন্নাহ লুমবিল মাদ্রাসায় পৃথক পৃথক সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় উপস্থিত ছিলেন- মাওলানা আবু বকর, মাওলানা মুফতি আব্দুল মুছাব্বির, মাওলানা শায়েখ নযরুল ইসলাম, মাওলানা শায়েখ হাফিজ সামছুল হক, মাওলানা খায়রুল আমীন আনওয়ারী, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুফতি ফখরুল ইসলাম মাসরুর, মাওলানা নাসির উদ্দিন, বিশ্বজয়ী হাফিজ হোসাইন আহমদ, সমাজ সেবক মামুন চৌধুরী, মহানগর বিএনপি নেতা সাইফুল হাসান শুয়েব, পাবেল আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭