ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা প্রায় ছয় লাখ টাকার মালামালসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 


মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে বিজিবি সদস্যরা মামলাসহ তাদের থানায় সোপর্দ করেছে।

 

এর আগে দুপুর পৌনে ২টার দিকে আখাউড়া-আগরতলা সড়কের ধলেশ্বর এলাকা থেকে বিজিবি সদসরা তাদের গ্রেপ্তার করে।

 

দুই ভারতীয় হলেন- রাহুল মিয়া (২৮) ও মোছা. সেলিনা বেগম ( ৪৫)। রাহুল ত্রিপুরার দক্ষিণ রামনগর এলাকার মোজালক হোসেনের ছেলে। সেলিনা তার বড় ভাইয়ের স্ত্রী।

 

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, পাসপোর্টধারী কয়েকজন ভারতীয় নাগরিক অবৈধ উপায়ে কর ফাঁকি দিয়ে মালামাল নিয়ে আখাউড়া ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে- এমন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি দল টহলে বের হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতীয় নাগরিকরা অটোরিকশাযোগে সটকে পড়ার চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা আখাউড়া-আগরতলা সড়কের ধলেশ্বর নামক এলাকা থেকে তাদের আটক করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের সঙ্গে থাকা ট্রলি ব্যাগ ও হাতব্যাগ তল্লাশি করে ৫২টি ভারতীয় থ্রি পিস ও বিভিন্ন ধরনের দামি কসমেটিকসামগ্রীসহ আট লাখ ৪৪ হাজার ৯০০ টাকার মালামাল উদ্ধার করে। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় এবং সন্তোষজনক জবাব দিতে না পারায় বিজিবি সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

 

পরে বিজিবির ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে ভারত থেকে অবৈধভাবে ও বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে তারা মালামালগুলো ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে এসেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ ডেস্ক/ সানি-২